চীনের সাংহাইয়ে চলমান আর্চারি বিশ্বকাপ স্টেজ টুয়ের প্রথম দিন ছিল গতকাল মঙ্গলবার। এ দিনে শুধু কম্পাউন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। কম্পাউন্ডের পুরুষ ও নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ভালো ফল করতে পারেননি বাংলাদেশের দুই আর্চারের কেউই। বাছাই তালিকার মধ্য ভাগে রয়েছেন আর্চার হিমু বাছাড়। বন্যা আক্তার রয়েছেন তলানিতে। হিমু বাছাড় খেলবেন অস্ট্রেলিয়ার সঙ্গে। হিমু ৬৪ জনের মধ্যে হয়েছেন ২৮তম। তিনি স্কোর করেছেন ৬৯৯ পয়েন্ট। আর ৪৩ জনের মধ্যে ৪২তম হয়েছেন বন্যা। তিনি স্কোর করেছেন ৬৭৬ পয়েন্ট। এই কোয়ালিফিকেশন রাউন্ডের পর এলিমিনেশন রাউন্ডে খেলবেন দুজন। যেখানে হিমু বাছাড় প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জোসুয়া মোহনের। আর বন্যার প্রতিপক্ষ মেক্সিকোর মারিয়ানা বার্ণাল। বন্যা আক্তারের প্রতিপক্ষ মেক্সিকো। কম্পাউন্ড বিভাগের পর আজ শুরু হবে রিকার্ভ ইভেন্টের খেলা।