মৌসুম জুড়েই ফুটবল সূচি নিয়ে ক্ষোভ উগরে দেন ক্লাব কোচরা। পর্যাপ্ত বিরতি না দিয়ে টানা ম্যাচ আয়োজনের ধকল কাটিয়ে ওঠা কঠিন হয়ে যায় খেলোয়াড়দের।
এর সঙ্গে যোগ হয়েছে ফিফার নানা টুর্নামেন্ট। গত শনিবার নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে খেলোয়াড়দের ইউনিয়নগুলোর কর্মকর্তাদের বৈঠকের পর এক বিবৃতিতে দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি ও মৌসুমে ২১ দিনের ছুটির নিশ্চয়তা দিয়েছে ফিফা। চার বছর অন্তর বিশ্বকাপের পাশাপাশি রয়েছে মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ। এ বছর থেকে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। পাশাপাশি ক্লাবে তো তিন দিনের ব্যবধানের আগে দুই ম্যাচ খেলার ব্যাপার আছেই। তাতে বাড়ছে খেলোয়াড়দের চোটের প্রবণতা।
খেলোয়াড়রা পাচ্ছেন না পর্যাপ্ত ছুটিও। এসব নিয়েই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনায় বসেছিলেন ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের কর্মকর্তারা। এরপর বিবৃতিতে বলা হয়, ‘সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে ম্যাচগুলোর মধ্যে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম বাধ্যতামূলক থাকা উচিত। আর মৌসুম শেষে খেলোয়াড়দের জন্য কমপক্ষে ২১ দিনের বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে।’ এ ছাড়া প্রতি সপ্তাহে একটি দিন ছুটি হিসেবে নির্ধারণের বিষয়টিও বিবেচনা করার কথা বলা হয়েছে বিবৃতিতে।
এদিকে ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফিফার কাছে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আকুতি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের সূচি পরিবর্তন করার। কারণ হিসেবে প্রচণ্ড গরমের কথা উল্লেখ করেছিলেন তিনি।
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো অবশ্য আশাবাদী ক্লাব বিশ্বকাপের মতো দুর্ভোগ ফুটবল বিশ্বকাপে হবে না। ইনফান্তিনো বললেন, ‘অবশ্যই গরম একটা ব্যাপার। প্যারিসে গত বছর অলিম্পিক গেমস হয়েছে। সবগুলো খেলার দিনই প্রচণ্ড গরম পড়েছিল। কুলিং ব্রেকস গুরুত্বপূর্ণ এখানে। তবে আমাদের ছাদসহ স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামগুলো নিশ্চয়ই আমরা আগামী বছর ম্যাচের সময় ব্যবহার করতে পারব।’