
মেজর লিগ সকারে (এমএলএস) টানা ৫ ম্যাচে জোড়া গোলের পর ৬ নম্বর ম্যাচে গোলহীন ছিলেন লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার গোল না করার ম্যাচে হেরেছিল ইন্টার মায়ামিও। সপ্তম ম্যাচে আবার জোড়া গোল করলেন আর্জেন্টাইন তিনি। তাতে দলের বড় জয় তো এসেছেই, আরেকটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।
বাংলাদেশ সময় গতকাল রোববার সকালের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারায় মেসির ইন্টার মায়ামি। প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল হজম করে মায়ামি। এরপর একের পর এক জালে হানা দিয়ে গোল উৎসব করে তারা। মেসি ছাড়াও জোড়া গোল করেন তেলাস্কো সেগোভিয়া। দুজনের আগে সমতাসূচক গোলটি করেন জর্দি আলবা।
এমএলএসে এ নিয়ে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতে জোড়া গোল করলেন মেসি। গত বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে জালের দেখা পাননি তিনি। মায়ামিও হেরে যায় ম্যাচ। এর আগের পাঁচ ম্যাচে টানা দুটি করে গোল করে রেকর্ড গড়েন আর্জেন্টাইন জাদুকর। পেনাল্টিবিহীন গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন রেকর্ড আট বারের ব্যালন ডি’অর জেতা তারকা। রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেই মেসির নন পেনাল্টি গোল এখন ৭৬৪, রোনালদোর তা ৭৬২। এদিন জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন দুরন্ত ছন্দে থাকা মেসি। এদিন খেলার ১৪ মিনিটে পিছিয়ে যায় মায়ামি। ঘরের মাঠে ১৪ মিনিটে লিড নেয় নিউ ইয়র্ক। কর্নার থেকে আসা বল ডিফেন্ডারের বাধা এড়িয়ে পা উঁচিয়ে জালে জড়ান আলেকজান্ডার হ্যাক। ১০ মিনিটের মধ্যে সমতা ফেরায় মায়ামি। মেসির চমৎকার ডিফেন্স চেড়া পাস ধরে জোরাল কোনাকুনি শটে জাল কাঁপান আলবা। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আলবার উদ্দেশে আলতো চিপ করেন মেসি। প্রথম ছোঁয়ায় সেগোভিয়াকে পাস দেন আলবা। ডান পায়ের দারুণ টোকায় জাল খুঁজে নেন সেগোভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। ডি-বক্সের মুখ থেকে চমৎকার শটে নিজের দ্বিতীয় গোল করেন সেগোভিয়া। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে প্রথম গোল করেন মেসি। নিজেদের অর্ধ থেকে তার উদ্দেশে দুর্দান্ত লং বল দেন সের্হিও বুসকেতস। বল ধরে ড্রিবল করে গোলরক্ষককেও কাটিয়ে ফাঁকা জালে পাঠান মেসি। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে বাম প্রান্ত থেকে মেসির উদ্দেশে কোনাকুনি ক্রস দেন লুইস সুয়ারেস। বুক দিয়ে বল নামিয়ে গায়ে লেগে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাম পায়ের আলতো শটে স্কোর ৫-১ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। লিগে ১৮ ম্যাচে ১৮ গোল নিয়ে আবারও গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন মেসি। সমান ১৮ গোল আছে ন্যাশভিলের ফরোয়ার্ড স্যাম সারিজেরও। বড় জয়ের পর ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচ নম্বরে মায়ামি।