শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। গত ১০ জুন ঢাকায় হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে এই জরিমানা করা হয়েছে। মূলত ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দুই মিনিট বিলম্ব করায় এই শাস্তি দেওয়া হয়েছে বাফুফেকে।
ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময়ও বিলম্ব হয়েছিল। জরিমানার পাশাপাশি বাংলাদেশকে সতর্কও করেছে এএফসি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা ছিল। এর প্রধান কারণ, বাংলাদেশ দলে তিন প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম ও ফাহামিদুল ইসলামের খেলা। অনেক দিন পর ফুটবল ঘিরে মানুষের উৎসাহ তৈরি হয়েছিল। তবে ম্যাচটি বাংলাদেশ ২-১ গোলে হেরে যায় স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার কৌশলগত ভুলের কারণে।