ঢাকা সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

কিংস ছেড়ে পুলিশে কোচ আসিফুজ্জামান

কিংস ছেড়ে পুলিশে কোচ আসিফুজ্জামান

কিংসের সহকারী কোচ ছিলেন এসএম আসিফুজ্জামান। এবারই প্রথম প্রধান কোচ হয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন তিনি।

২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্ব পড়েছে তার কাঁধে। সম্প্রতি এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কোচের হাতে চুক্তিপত্র তুলে দেন।

এসএম আসিফুজ্জামান এর আগে ২০১৯-২৫ মৌসুমে কিংসের সহকারী কোচ এবং ২০২১-২২ মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০১৮-২০১৯ মৌসুমে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন এবং তার নেতৃত্বে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতাও অর্জন করে। এএফসি প্রো-লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। পুলিশ ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার বলেন, ‘নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে আশাকরি।’

এ সময় ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, ম্যানেজার ও উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং সহ-সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত