স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে নিম্নমানের ও উচ্চমূল্যের খাবার নিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের মাঝে যে অসন্তোষ ছিল তা সমাধানে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এখন থেকে দর্শকরা বাইরের খাবার ও পানীয় সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। এক ম্যাচ যেতে না যেতেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
দর্শকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, স্টেডিয়ামের খাবারের মান ভালো নয় এবং দামও অনেক বেশি। এ কারণেই দর্শকদের জন্য বিকল্প রাখার ভাবনা থেকেই স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে প্রবেশ করার সুযোগ দিয়েছিল বিসিবি। বিসিবি সূত্রে জানা গিয়েছিল, স্থানীয় প্রভাবশালীদের কাছে মাঠের ভেতরে খাবার বিক্রির দায়িত্ব থাকায় অতিরিক্ত দাম নিয়ন্ত্রণের সুযোগ থাকে না বিসিবির। সেটিকে নিয়ন্ত্রণে আনতেই দর্শকদের বাইরে থেকে খাবার আনার এই অনুমতি দেওয়া হয়েছে। তবে তা থেকে এক ম্যাচ পরই সরে এসেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে বাকি দুটি ম্যাচ আগামীকাল ও ২৪ জুলাই। সন্ধ্যায় ছয়টায় শুরু হওয়া এই ম্যাচগুলোও হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।