ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোক

প্রচণ্ড বেদনাদায়ক, হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত

প্রচণ্ড বেদনাদায়ক, হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় মর্মান্তিক এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল বলে জানা গেছে।

মাইলস্টোন স্কুল ও কলেজে আকস্মিক এ বিমান দুর্ঘটনায় আরও অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোকাহত দেশের ক্রীড়াঙ্গণ। ক্রীড়াবিদ ও দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এ শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সব সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’ পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা। বিসিবি বলেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সবার জন্য দোয়া রইলো।’

বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও এই ঘটনায় উদ্বিগ্ন, হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন তারা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রথমে মাইলস্টোন কলেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন। পরক্ষণেই তিনি অনুরোধ জানিয়ে আরেকটি বার্তা দেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে।

তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও লিখেছেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’

এ ছাড়া শিক্ষার্থীসহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য শোক জানানোর পাশাপাশি দোয়া চেয়ে বার্তা দিয়েছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত