এই মাসেই শক্তিশালী মিয়ানমারকে পেছনে ফেলে প্রথম বারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। এক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পিটার বাটলারের সামনে। এবার অনূর্ধ্ব-২০ দলকে এশিয়ান কাপে নিতে চান এই বৃটিশ কোচ। যে দলটি গত সোমবারই জিতেছে দক্ষিণ এশিয়ার শিরোপা। ৬-১০ আগস্ট লাওসে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। ‘এইচ’ গ্রুপে স্বাগতিক লাওস ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। ফিফা র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়াকে নিয়ে ভয় বেশি। ১২৮ এ থাকা বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে আছে লাওস (১০৭)।