ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে সিঙ্গাপুর গেছেন ৪ সদস্যের বাংলাদেশ সাঁতার দল। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি ও নারী সাঁতারু মোছা. এ্যানি আক্তার। দুই সাঁতারুর সঙ্গে সিঙ্গাপুরের বিমানে উড়েছেন কোচ মো. নিয়াজ আলী ও কংগ্রেস প্রতিনিধি মো. মাহবুবুর রহমান। আন্তর্জাতিক সাঁতার সংস্থার ব্যবস্থাপনায় গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপ চলবে ৩ আগস্ট। প্রতিযোগিতা শেষে আগামী ৪ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবে বাংলাদেশ সাঁতার দল। এই টুর্নামেন্টটি ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপের ২২তম আসর। এতে অংশ নিচ্ছেন ২০৫টি দেশের ২৫০০ এর বেশি অ্যাথলেট। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে সিঙ্গাপুর।