
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এক অতিপরিচিত নাম সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা এই অলরাউন্ডার ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তবে তিনি নতুন এক স্বাদ পেতে চলেছেন। প্রথমবার খেলবেন আইএল টি-টোয়েন্টিতে। সুযোগ এসেছে তাসকিন আহমেদের সামনেও। তাও আবার সাকিবের চেয়ে বেশি দামে। গত বুধবার আইএল টি-টোয়েন্টির নিলামে সাকিবকে নিয়েছে এমআই এমিরেটস। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে নিয়েছে দলটি। তাসকিনের ঠিকানা শারজাহ ওয়ারিয়র্জ। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের পেসারকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দামের এই ফারাক বুঝিয়ে দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বাজারদরও কমতে শুরু করেছে সাকিবের। তাসকিন আহমেদের চেয়ে অর্ধেক দামে বিক্রি হলেন সাবেক টাইগার অধিনায়ক। শুরুতে অবশ্য সাকিবকে কেউ কেনেনি। অবিক্রিতই থেকে যাচ্ছিলেন। পরে অবশ্য দল পেলেন। তাকে কিনেছে ভারতীয় মিলিওনিয়ার মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস।
সংযুক্ত আরব আমিরাতের এই লিগে নিলামের আগেই দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারকে নেয়ার কথা গত অগাস্টেই জানায় দুবাই ক্যাপিটালস। সাকিব ৯ মৌসুম আইপিএলে খেললেও কখনও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেননি। বিশ্বের অন্যান্য লিগেও এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোনো দলে তার খেলা হয়নি। এবার সেই সুযোগটি পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান তিনি সামাজিকমাধ্যমে। ‘এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের জন্য প্রস্তুত আমি। মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হওয়ার চেয়ে গর্বের মুহূর্ত আমার জন্য আর হতে পারত না।
এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো ক্রিস ওকস, আরেক ইংলিশ তারকা জনি বেয়ারস্টো, আফগানিস্তানের ফাজালহক ফারুক, এএম গাজানফার, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ও আকিম ওগিস এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। যদিও লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে আইএল টি-টোয়েন্টিতে মেন্ডিসকে হয়তো পাবে না দলটি। নিলামে নিজেদের শেষ ডাকে সাকিবকে নেওয়ার পেছনে বড় কারণ হতে পারে সেটিই। বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস এবার খুব শক্তিশালী দল গড়তে পারেনি। মোস্তাফিজ এখানে সঙ্গী হিসেবে পাবেন মোহাম্মাদ নবি, টাইমাল মিলস, রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, জিমি নিশামদের।
তাসকিনের জন্য দেশের বাইরের লিগে খেলার অভিজ্ঞতা বলতে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তাড়নার কথা নানা সময়েই বলেছেন তিনি। এবার তার সামনে সেই সুযোগটি আছে কিছুটা।
২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএল টি-টোয়েন্টি নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। এমনকি অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনে দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুবও। যদিও পাকিস্তানি ক্রিকেটাররা আইএল টি-টোয়েন্টির জন্য এনওসি পাবেন কি না সন্দেহ রয়েছে। অন্যান্য পরিচিত ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন, মোহাম্মদ নেওয়াজকেও কোনো দল কেনেনি। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অবাধে খেলার উদ্দেশ্যে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন।
ভারতের বাইরে লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার এরপর নাম লেখান আইএল টি-টোয়েন্টি নিলামে। কিন্তু তিনি সেখানে অবিক্রিতই রয়ে গেলেন। নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব ও তাসকিন দু’জনই। পরে অবিক্রিত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়।