ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা

বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা

বেজে গেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা। উদ্বোধন হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। বিশ্বকাপের তিন মাসকটের পর এবার ফিফা প্রকাশ করল বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা। গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ ও ফ্রান্সের জিনেদিন জিদান। বলটি তৈরি করেছে জার্মান কোম্পানি অ্যাডিডাস। তারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করে আসছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ট্রাইওন্ডা উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’

এবারের বিশ্বকাপই ইতিহাসের প্রথম যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে। এই কারণেই বলের নাম ও নকশায় যুক্ত করা হয়েছে লাল, নীল ও সবুজ রঙ। প্রতিটি আয়োজক দেশের প্রতীকও জায়গা পেয়েছে বলের গায়ে- কানাডার ম্যাপল পাতার নকশা, মেক্সিকোর ঈগল ও যুক্তরাষ্ট্রের তারকা। ত্রিভুজ আকার দেওয়া হয়েছে তিনটি দেশের ঐক্য বোঝাতে। বলটিতে রাখা হয়েছে নতুন প্রযুক্তি। এতে থাকা গভীর খাঁজ বলকে ওড়ার সময় আরও স্থিতিশীল রাখবে। যেহেতু ১৬টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলা, সেহেতু ভেজা বা আর্দ্র পরিবেশে ভালো গ্রিপ পাওয়ার জন্য খোদাই করা প্রতীক ব্যবহার করা হয়েছে।

সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। এতে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকাদের রিয়েল-টাইম তথ্য দেবে। ফলে অফসাইড, হ্যান্ডবল ও ফাউলের মতো সিদ্ধান্ত দ্রুত ও সহজে ধরা যাবে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশে চলবে বিশ্বকাপের ২৩তম আসর। গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত