ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানসিকতা বদলাতে বললেন সোহান

মানসিকতা বদলাতে বললেন সোহান

শারজাহর তপ্ত মরুভূমিতে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ধসের পর যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা সহজে ভোলার নয়। তবে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার নুরুল হাসান সোহানের দৃঢ়তায় বাজে কিছু হয়নি। তার মতে, এখন দক্ষতার চেয়ে বেশি দরকার মানসিক দৃঢ়তা, যাতে গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থতার অভ্যাস কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ। আফগানদের ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। এশিয়া কাপে ব্যর্থতার ক্ষত মুছে দিতে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন জুটি শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। ১১ ওভারে দল পৌঁছে যায় শতরানে, দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়েও যখন রান ১০৯, তখনই নেমে আসে বিপর্যয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত