
জাপানের বিশ্ব সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপে রুপা জিতেছেন বাংলাদেশের মো. জুবাযের। গত বৃহস্পতিবার রাতে টোকিওতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কাতা ইভেন্টে এই পদক জেতেন মুন্সিগঞ্জের এই কৃতিসন্তান। এছাড়া বেল্ট পরীক্ষায় অংশ নেন তিনজন। ছাটন চাকমা ও রুপু ব্ল্যাক বেল্ট (৪ ড্যান), যশস্বী চাকমা ব্ল্যাক বেল্ট (৩ ডান) পান। দল নেতা হিসাবে দায়িত্ব পালন করেন মইনুল হোসেন।