ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবসর থেকে ফেরা প্রসঙ্গে আমির

অবসর থেকে ফেরা প্রসঙ্গে আমির

মোহাম্মদ আমির জাতীয় দলে ফিরছেন- এমন একটি গুঞ্জন চলছে ক্রিকেট পাড়ায়। খোদ আমিরের কানেও গিয়েছিল। এরপরই খোলাশা করেন- তার সময় ফুরিয়েছে ক্রিকেটে খেলোয়াড় হয়ে আর ফিরছেন না। গুঞ্জনের প্রেক্ষিতে একটি ভিডিও বার্তায় আমির তার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করেন। তিনি বলেন, বিশ্বকাপ আসছে। তরুণ খেলোয়াড়দের আরও শক্তিশালী করতে হবে। যেন শিরোপা জেতা যায়।

আমির বলেন, ‘গত কয়েকদিন ধরে শুনছি আমি আবার ক্রিকেটে ফিরছি। আমি এ নিয়ে কোনো আলোচনা করিনি, এমন কোনো পরিকল্পনা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত।’ তিনি আরও যোগ করেন, ‘আমার ভক্তরা চাই আমি ফিরে আসি। কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও এগিয়ে যেতে হবে।’ ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত