ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জমি বিক্রি করে চলছি’

‘জমি বিক্রি করে চলছি’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবির সভাপতির পদের জন্য কোনো বেতন নেই। তাহলে বুলবুলের সংসার চলছে কীভাবে? একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুলটাইম ক্রিকেটকে দিচ্ছি। একটা জমি ছিল আশুলিয়াতে সেটা বিক্রি করে চলছি।’ জমি বিক্রির টাকায় আর কতদিন? বেঁচে থাকতে হলে তো উপার্জনের একটা পথ থাকতে হবে। কী করতে চান বুলবুল? এমন পশ্নে বললেন, ‘না খেয়ে থাকলে কি আর করা, আপনি খাওয়াই দিয়েন (হাসি)! কিছু একটা তো করতে হবে। এমন কিছু হয়তো এখনই চিন্তা করছি না কী করব।’ এরপর বুলবুল বলেন, ‘একটা সময় ব্যবসা করতাম। তিন-চার মাসের মত করেছি। মোবাইল টাওয়ারে স্টিল ওয়ার্কসে কাজ করতাম, ভালো চলত। এরপর আবাহনীর কোচিংয়ে আসার পর ছেড়ে দিয়েছি।’ খেলোয়াড়ি জীবনে মোহামেডানের কাছে টাকা পেতেন বুলবুল। সেটা স্মরণ করিয়ে দিয়ে মজা করে বললেন, ‘মোহামেডান ক্লাবের কাছে পাই ২ লাখ ৪০ হাজার টাকা। এখনও ক্লাবে টাকা চাইতে গেলে লাঞ্চ খেয়ে চলে আসি! ওদের পরিবেশটা অসাধারণ।’ আবাহনী-মোহামেডানের কোনও পরিচালক নির্বাচন করেনি এবার। উল্টো মোহামেডান থেকে হুমকি দেওয়া হয়েছে ক্লাব ক্রিকেট বয়কটের। এটা নিয়ে বুলবুল বললেন, ‘অভিমানে তারা আসেনি। আমি কথা বলব। চেষ্টা করব তাদের নিয়ে আসার।’ বিসিবির নির্বাচনে নোংরামির অভিযোগে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২০ জনের মতো পরিচালক। তবে নোংরামি শব্দটা মানছেন না বুলবুল, ‘নোংরামি শব্দটা মেনে নিতে পারছি না। কারণ নির্বাচনে যা কিছু হয়েছে সবকিছু গঠনতন্ত্র মেনে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত