
চমক রেখে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আলো ছড়িয়ে সম্প্রতি নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন আকিম ওগিস। প্রতিভাবান এই ব্যাটসম্যানের সামনে এবার ওয়ানডে খেলার হাতছানি। টাইগারদের বিপক্ষে উইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে, দুটি স্কোয়াডেই জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। বয়সভত্তিক ক্রিকেট থেকেই ক্যারিবিয়ান ক্রিকেটে আলাদা পরিচিতি গড়েছিলেন ওগিস। সেন্ট লুসিয়ার সন্তান এবারের সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৯ ইনিংসে ২২৯ রান করেন ১৬২.৪১ স্ট্রাইক রেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি খেলেছেন ২৪ ম্যাচ। দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আছেন শাই হোপ। তার সঙ্গে গুডাকেশ মতি, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড এবং ব্র্যান্ডন কিংদের মতো পরিচিত মুখগুলো থাকছে দুই দলেই।