ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় যুব প্যারা গেমস শুরু

জাতীয় যুব প্যারা গেমস শুরু

তিনটি ইভেন্টে প্রায় দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় যুব প্যারা গেমস। ১২-২০ বছর বয়সি ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন সুইমিং, দৌড় ও তায়কোয়ান্দো প্রতিযোগিতায়। গতকাল শুক্রবার পড়ন্ত বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সানোয়ার হোসেন ও জাভেদ ওমর বেলিম এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, ‘শারীরিক এই প্রতিবন্ধী খেলোয়াড়রাই বিদেশ থেকে পদক এনে দিতে পারবে।

তবে সে জন্য তাদেরকে আরও ভালো খেলা উপহার দিতে হবে। শিখতে হবে। তাহলেই তারা পারবে।’ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হলেও দেশের জন্য নিয়মিত সুনাম বয়ে আনছে তারা। ভবিষ্যতেও আনবে বলে আমার বিশ্বাস। তাদেরকে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’ এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদের কথা, ‘আগামী ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব প্যারা গেমস। ওই গেমসের জন্য সেরা মানের ক্রীড়াবিদ বাছাই করব আমরা।’ এর আগে সকালে শহিদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সাঁতার ইভেন্ট। ছেলেদের এস-৭ ইভেন্টে পল্লব কর্মকার, মেয়েদের এই ইভেন্টে সুমাইয়া, ছেলেদের এস-১৪ ইভেন্টে তৌহিদ কবির, মেয়েদের এই ইভেন্টে আকিয়া, ছেলেদের এস-৯ ইভেন্টে সাকিব আহমেদ, এস-১৩ ইভেন্টে সাগর, এস-৮ ইভেন্টে লাবিব আল জারিস ও মেয়েদের এস-৮ ইভেন্টে নাসরিন স্বর্ণপদক জেতেন। সাঁতার প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক ফ্রেশওয়ে এগকে লিমিটেডের নির্বাহী পরিচালক মিস আমরী নবশির এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম ওবায়েদুল্লাহ উপস্থিত ছিলেন। আজ গেমসের শেষ দিনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস এবং জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে তায়কোয়ান্দো ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত