
২৪ জেলার ১২০ জন শাটলারের অংশগ্রহণে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা। তিন গ্রুপে পদকের জন্য লড়ছেন শাটলাররা। গ্রুপগুলো হলো- অনূর্ধ্ব-১৪ (৭-১৪ বছর), অনূর্ধ্ব-১৯ (১৪-১৯ বছর) এবং সিনিয়র গ্রুপ একক ও দ্বৈত। রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকল ১০টায় দুদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। সংস্থার সভানেত্রী ব্যারিষ্টার সারওয়াত সিরাজের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলি ও ব্যাডমিন্টন ফেডারেশনের কোষাধ্যক্ষ রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।