ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দুই ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান

দুই ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান

আগামী বছরই বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে ঠিক সে সময়েই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে সূচি সংঘাতের কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সিরিজ দুই ধাপে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। গতকাল বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজটা সামান্য সরাতে হবে। সিরিজটি দুই ধাপে হবে। এক অংশ আগে, আরেক অংশ পরে।’ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা ছিল। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তবে একই সময়ে পিএসএল আয়োজনের পরিকল্পনা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সিরিজটির সূচি পুনর্বিন্যাসের পথে হাঁটছে।

জানা গেছে, সফরটি লাল বল ও সাদা বল -এই দুই পর্বে ভাগ করা হবে। কোন ফরম্যাট আগে অনুষ্ঠিত হবে, তা নিয়ে বর্তমানে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। আগামী ৮ মার্চ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট শেষের পরপরই পাকিস্তান বাংলাদেশ সফরের সাদা বলের অংশ খেলবে। আর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি পিএসএল শেষ হওয়ার পর আয়োজন করা হতে পারে। এ ছাড়া ফাহিম জানান, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত