
‘সামনেই এশিয়ান ও কমনওয়েলথ গেমস। দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু না করলে এই দুই গেমস থেকে তেমন কোনো ফল আশা করা যাবে না। তাই আমরা খুব শিগগিরই দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু করব’, গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জুলাই বিপ্লব উদযাপন বক্সিং টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান।
এ সময় বিওএর উপ-মহাসচিব ও ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান উপস্থিত ছিলেন। দিনব্যাপী টুর্নামেন্টের ১১টি ইভেন্টে অংশ নেন অর্ধশতাধিক বালক, বালিকা এবং সিনিয়র পুরুষ ও নারী বক্সাররা। পুরুষদের ৫৭ কেজিতে আনসারের শেখ লিমন, ৫৬ কেজিতে সেনাবাহিনীর মো. জুয়েল ও ৬০ কেজিতে স্বর্ণপদক জেতেন আনসারের অরন্য হোসেন আবির। মেয়েদের বিভাগে ৫০ কেজিতে সেনাবাহিনীর আছিয়া খাতুন ও ৫৬ কেজিতে চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সুমি খাতুণ স্বর্ণ জেতেণ। এছাড়া ৩৭ কেজি বালকে গুডওয়েল বক্সিং ক্লাবের আলিফ হোসেন, ৪০ কেজি বালকে নাদিম বক্সিং একাডেমির আল আবির শেখ, ৪৮ কেজিতে এমবিসি রাজশাহীর কামরুল হাসান কায়েশ, ৫০ কেজিতে এমবিসির মো. সিয়াম, ৫৪ কেজিতে বিকেএসপির আবির মাহমুদ এবং ৫৭ কেজিতে একই সংস্থার মেহেদী হাসান স্বর্ণ জেতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির।