ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাত বছর কোমায় থেকে চলে গেলেন ক্রিকেটার

সাত বছর কোমায় থেকে চলে গেলেন ক্রিকেটার

কোমা থেকে আর ফেরা হলো না আকশু ফার্নান্দোর।

৩৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীলঙ্কার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার। ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত কয়েক বছর কোমায় ছিলেন আকশু। বেশিরভাগ সময়ই তাকে রাখতে হয়েছিল লাইফ সাপোর্টে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় ঘটে ওই মারাত্মক দুর্ঘটনা।

অনুশীলন সেরে ফেরার পথে অরক্ষিত একটি রেলপথ পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। ২০১০ সালের যুব বিশ্বকাপে লঙ্কানদের প্রতিনিধিত্ব করেন আকশু। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে দলের সর্বোচ্চ ৫২ রান এসেছিল তার ব্যাট থেকে। ওই আসরে তার সঙ্গে খেলা ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা এখন খেলছেন লঙ্কান জাতীয় দলে।

ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় ব্যাটসম্যান ছিলেন আকশু। কিন্তু ২৭ বছর বয়সে ট্রেনের ধাক্কায় শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পান তিনি। সব মিলিয়ে, ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে এক হাজার ৬৭ রান করেন আকশু। নামের পাশে ওই সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে পাঁচটি। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ফিফটিতে করেন ২৯৮ রান। টি-টোয়েন্টি খেলেন তিনি ১৯টি, করেন ২০০ রান। অফ স্পিনেও কার্যকর ছিলেন আকশু। প্রথম শ্রেণিতে তার শিকার ১১ উইকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিতে সাতটি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত