ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন বছরে নতুন স্বপ্ন রিয়াল মাদ্রিদের

নতুন বছরে নতুন স্বপ্ন রিয়াল মাদ্রিদের

২০২৫ সাল ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের, স্বীকার করে নিচ্ছেন জুড বেলিংহ্যাম। হতাশার অধ্যায় পেছনে ফেলে নতুন বছরে শিরোপা জয়ের আশায় আছেন এই ইংলিশ মিডফিল্ডার। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, ২০২৪ সালে উয়েফা সুপার কাপ ও ফিফা কন্টিনেন্টাল কাপও জিতেছিল রিয়াল। কিন্তু ২০২৫ সালে কোনো ট্রফি জিততে পারেনি স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমে লা লিগা ও কোপা দেল রেতে চ্যাম্পিয়ন বার্সেলোনার পেছনে থেকে রানার্সআপ হয় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে ভরাডুবির পর, ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে তারা বিধ্বস্ত হয় পিএসজির বিপক্ষে।

বড়দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে রেয়ালের খেলোয়াড়রা। সেখানেই গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপে নতুন বছরের প্রত্যাশা নিয়ে প্রশ্নে আশার কথা শোনান ২২ বছর বয়সী বেলিংহ্যাম। ‘ট্রফি জয়ের আশা করব। ভক্তদের ট্রফি প্রাপ্য। ২০২৫ কিছুটা খারাপ ছিল। তাই নতুন বছরে আমরা ট্রফি চাই।’

ক্লাব বিশ্বকাপের পর বেলিংহ্যামের কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। ফলে এই মৌসুমে মাঠে ফিরতে দেরি হয় তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত