ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন বছরে শান্ত ও মিরাজদের যত খেলা

নতুন বছরে শান্ত ও মিরাজদের যত খেলা

দিন যায়, দিন আসে। মাস যায়, মাস আসে। বছর যায়, বছর আসে। সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। শুধুই সামনে এগিয়ে যাওয়া, পেছনে ফেরার সুযোগ নেই। কালের এই নিয়মে দেখতে দেখতে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে গেছে। সময়ের পরিক্রমায় গ বুধবার মধ্যরাতে বিদায় নিয়েছে ২০২৫ খ্রিস্টাব্দ। জীবনবৃক্ষ থেকে ঝরে গেছে একটি পাতা। মহাকাল মুছে দেবে বহুল আলোচিত একটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টে আগমন ঘটল নতুন বছরের। প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনার অমøমধুর স্মৃতি পেছনে ফেলে নতুন স্বপ্ন, নতুন আশা আর আগামীর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো ২০২৬ সাল।

বাংলাদেশ ক্রিকেটও এগিয়ে গেল আরও একটি বছরে। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। বৈশ্বিক প্রতিযোগিতা বাদেও এ বছর দ্বিপক্ষীয় সিরিজে বেশ ব্যস্ততা বাংলাদেশ ক্রিকেটের। ক্রিকেটাররা এখন বিপিএল নিয়ে ব্যস্ত। ২৩ জানুয়ারি পর্দা নামবে বিপিএলের। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বিপিএল শেষ হওয়ার ৫ দিন পর আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর পথে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন কুমার দাসের দল। এরপর কলকাতা ফিরে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ওয়াংখেড়েতে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠতে পারলে বাংলাদেশের সফর বাড়বে। নয়তো ভারতেই শেষ হবে মিশন।

বিশ্বকাপেরে পর পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। মার্চ-এপ্রিলে পাকিস্তানের আসার কথা রয়েছে। ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে পাকিস্তান। পাকিস্তান সুপার লিগের কারণে দুই ভাগে হতে পারে এবারের সফর। এপ্রিলের শেষে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তাসমান পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়া জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। জুলাই মাসে বাংলাদেশ যাবে জিম্বাবুয়ে সফরে। ২টি টেস্টসহ দুই দল খেলবে ৫ ওয়ানডে। আগস্টে বাংলাদেশের অ্যাওয়ে ট্যুর। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। বর্তমান টেস্ট দলে থাকা সব ক্রিকেটারেরই প্রথম অস্ট্রেলিয়া সফর হবে এটি। অস্ট্রেলিয়া সফর থেকে এসেই বাংলাদেশ উড়াল দেবে আয়ারল্যান্ডে। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই সফরে।

গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত