
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ। গতকাল শনিবার লিগের শেষ দিনে হয়েছে নবম রাউন্ডের চার ম্যাচ। নানা ঘটনায় ঠাসা দিনে পথ খুঁজে পায়নি কিংস। টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে তারা। মানিকগঞ্জে অবশ্য জয়টা প্রত্যাশিত ছিল পাঁচবারের শিরোপাধারীদের। ফকিরেরপুলের বিপক্ষে প্রথম আধ ঘণ্টায় ৩-০ গোলে লিড নিয়েছিল তারা। তবে শেষ ১৫ মিনিটে তিন গোল শোধ করে কিংসকে জয়বঞ্চিত করে দলটি। টানা তিন ম্যাচ জয়হীন থাকা কিংসকে ছুঁয়ে ফেয়েছে ফর্টিজ এফসি। কিংস অ্যারেনায় তারা ২-০ গোলে হারিয়েছে পিডব্লুডিকে। ৯ ম্যাচ শেষে সমান সমান ১৮ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করেছে কিংস ও ফর্টিজ।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কিংস নেমেছিল আগের দুই ম্যাচে জয় বঞ্চিত হয়ে। পুলিশের কাছে ২-১ ব্যবধানে প্রথম হারের তেতো স্বাদ পাওয়ার পর সর্বশেষ রাউন্ডে আবাহনীর সঙ্গে হারতে হারতে ড্র করে তারা। কাল অবশ্য ২৯ মিনিটেই ৩-০ গোলের লিড নিয়েছিল কিংস। তবে শেষ দিকে ফকিরেরপুলের একের পর এক নিঁখুত ফিনিশিংয়ে জয় নিয়ে ফিরতে পারেনি দলটি। কিংসের তিন গোল হয়েছিল ছয় মিনিটের ব্যবধানে। প্রথম গোলটি ২৩ মিনিটে ফকিরেরপুলের রফিকুল ইসলাম থেকে উপহার পাওয়া। ২৫ মিনিটে সোহেল রানা সিনিয়র ব্যবধান বাড়ান। আর ৩২ মিনিটে ৩-০ করেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ। এই লিড কিংস ধরে রেখেছিল ৭৬ মিনিট পর্যন্ত। এরপরেই তারা দেখতে শুরু করে মূদ্রার অপর দিক। আগের ম্যাচে আবাহনীর সুলেমান দিয়াবাতের পেনাল্টি রুখে দেওয়া আনিসুর রহমান জিকো ১৫ মিনিটে ব্যবধানে হজম করেন তিন গোল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন ও ৮৪ মিনিটে ইরফান হোসেন গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইব্রাহিম গোল করে কিংসকে চূড়ান্ত হতাশা উপহার দেন।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবশ্য আবাহনীকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। লিগে টানা দুই ম্যাচ ড্র করে আসা আবাহনী নতুন বছরের শুরুটা করেছে ৩-০ গোলের জয়ে।