
মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি। মোস্তাফিজের বাদ পড়ার খবরে ভারতীয় সাংবাদিকরা যোগাযোগ করেছেন মোহাম্মদ আশরাফুলের কাছে প্রতিক্রিয়া জানতে। এ নিয়ে আশরাফুল বলেন, ‘ভারতীয় সাংবাদিকরা জানতে চেয়েছেন যে আসলে সংবাদটা শুনে আমার কেমন লাগছে আর, কতটা বিস্মিত হয়েছি।’
তিনি বলেন, ‘অবশ্যই আমার মনে হয় যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি একদমই মিলানো উচিত না।
সেই বিষয়টাই আসলে বলেছি যে আমি পুরোপুরি স্তব্ধ। কারণ মোস্তাফিজ এই প্রথম যে সেই প্রাপ্যটা পাওয়া উচিত আইপিএল থেকে সেই প্রাপ্যটাই তাকে কলকাতা বিড করেছিল।’ মোস্তাফিজ মাঠে নামার আগেই বাদ যাওয়ায় আশরাফুলের কষ্টটা বেশি, ‘খেলতে পারবে না এটা শুনে অবশ্যই আমারও খারাপ লাগছে, আমাদের ১৮ কোটি মানুষেরই আসলে খারাপ লাগার বিষয় আমি মনে করি। বিষয়টা আসলে এই জায়গায় যাওয়া উচিত না। ক্রিকেটের সঙ্গে শুধু ক্রিকেটই থাকা উচিত।’
মোস্তাফিজ না থাকায় আইপিএলের প্রতি বাংলাদেশের মানুষের দূরত্ব থাকবে বলে মনে করেন আশরাফুল, ‘তো একটা ফ্যানবেজ কিন্তু ছিল আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের।
সেই জায়গাটা এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষ হয়ত বয়কট করতেও পারে।’