
১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম মুসলিম ক্রিকেটার উসমান খাজা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই অজি ওপেনার। তাই খাজার বিদায়কে জয় দিয়ে রাঙাতে চায় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য নিয়ে আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে অসিরা। সিরিজ হারলেও, শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সফরের ইতি টানতে চায় ইংল্যান্ড। পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে ৮ উইকেটের একই ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট ৮২ রানে জিতে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করে অসিরা। মেলবোর্নে চতুর্থ টেস্ট দুই দিনে ৪ উইকেটে জিতে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার খাজা। গত শুক্রবার অবসরের ঘোষণা দেন তিনি। খাজার বিদায়ী টেস্ট জয় দিয়ে রাঙাতে চায় অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘দীর্ঘদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে খাজা। টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে। সিডনি টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবে খাজা। তার বিদায়কে স্মরণীয় করে চাই আমরা। এজন্য শেষ টেস্টে জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না।’ জয় দিয়ে এবারের অ্যাশেজ শেষ করতে চায় ইংল্যান্ডও। সিডনি টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানালেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। তিনি বলেন, ‘আমাদের দলের মূলমন্ত্রই হলো, প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করা। শেষ টেস্টেও আমরা আগ্রাসী ক্রিকেট খেলব। জয় দিয়ে সিরিজ শেষ করাই আমাদের মূল লক্ষ্য। চতুর্থ টেস্টে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, তার চেয়ে আরও ভালো খেলতে চাই এবং অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চাই।’
মেলবোর্নে চতুর্থ টেস্ট দুই দিনে শেষ হওয়ায়, সেখানকার উইকেটকে ‘অসন্তোষজনক’ বলছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনকি ১টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) উইকেট নিয়ে আশাবাদী কিউরেটর অ্যাডাম লুইস। তিনি বলেন, ‘তিন দিন আগে উইকেটে সবুজ আভা দেখা না গেলে, সেটা উদ্বেগের বিষয়। তখন এমন উইকেট থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবে বোলাররাই। আমরা এখন উইকেটে সবুজ আভা দেখছি, তাতে আমি সত্যিই স্বাচ্ছন্দ্য বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আজ সকালে রোদ ছিল। আগামীকাল আরও রোদ থাকবে। এতে উইকেটের সবুজতা কমে যাবে। এই মুহূর্তে পিচ নিয়ে আমরা সত্যিই খুশি। আমরা উইকেট ভালো দেখছি।’