
সমর্থকদের জন্য বড় একটি সুখবর দিয়েছেন জাভি আলোন্সো। রিয়াল মাদ্রিদ কোচ নিশ্চিত করেছেন, বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে ফাইনালে খেলবেন কিনা এমবাপ্পে, সেটা পরিষ্কার করেননি রিয়াল মাদ্রিদ কোচ। অনেকদিন ধরেই বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপ্পেকে। গত বছরের শেষ দিকে সমস্যা বেড়েছে আরও। রিয়াল বেতিসের বিপক্ষে তাই নতুন বছরে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। একই সমস্যায় গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেননি তিনি। সৌদি আরবের জেদ্দায় গত বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের
সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতে রিয়াল। এই ম্যাচের দলে ছিলেন না এমবাপ্পে। ফাইনালে তাকে যোগ করে কিনা রিয়াল, সেটাই এখন দেখার।
হাঁটুর ওই সমস্যা কাটিয়ে উঠেছেন এমবাপ্পে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারানো পর জাভি জানান, গতকাল শুক্রবারই দলের সঙ্গে যোগ দেন ২৭ বছর বয়সী ফুটবলার।
সে আগের চেয়ে ভালো আছে, অনুশীলন করছে। সে ভালো অনুভব করছে। ২০২৪ সালের গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়ার পর দলটির ৯৪ ম্যাচের কেবল ১১টিতে খেলতে পারেননি এমবাপ্পে। চলতি মৌসুমে তিনি করেছেন ২৯ গোল। ক্লাব বিশ্বকাপ ছাড়া আর কখনও তিনি টানা দুটি ম্যাচ বাইরে থাকেননি।
রিয়ালের হয়ে গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে করেন ৫৯ গোল, স্পর্শ করেন এক পঞ্জিকাবর্ষে ইউরোপের সফলতম ক্লাবের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদো সর্বোচ্চ গোলের রেকর্ড।