ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে বিশ্বকাপ খেলায় আবার ‘না’ বাংলাদেশের

ভারতে বিশ্বকাপ খেলায় আবার ‘না’ বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ইস্যুতে আইসিসি প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনা করেছে বিসিবি। এই আলোচনা কোনো সিদ্ধান্তের পর্যায়ে যায়নি। গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, লজিস্টিক সংক্রান্ত জটিলতা সর্বনিম্ন রেখে গ্রুপ বদলের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। আইসিসির কাছে চিঠি লিখে ভেন্যু বদলের আবেদন করে তারা। এরপর থেকে বিষয়টি নিয়ে অচলাবস্থা চলছে। চিঠি চালাচালি, ভার্চুয়াল সভার পর সরাসরি আইসিসি প্রতিনিধি ঢাকায় এসে সভা করলেন। সভায় একজন প্রতিনিধি ভিসা জটিলতায় আসতে না পেরে ভার্চুয়ালি যোগ দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘আইসিসি প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনার ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন।’

বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। বোর্ড একই সঙ্গে দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেছে।

বিসিবি জানায় গ্রুপ বদলের বিষয়টিও এসেছে আলোচনায়, ‘বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, আন্তরিক এবং পেশাদার পরিবেশে সম্পন্ন হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলাভাবে আলোচনা করেছেন।

অন্যান্য বিষয়ের মধ্যে, লজিস্টিক সংক্রান্ত জটিলতা সর্বনিম্ন পর্যায়ে রেখে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।’ আইসিসি প্রতিনিধির সঙ্গে সভায় বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত