ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তিনবার পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ড্র মেয়েদের

তিনবার পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ড্র মেয়েদের

ভারতের বিপক্ষে জয় দিয়ে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের সেই ছন্দ ধরে রাখতে পারলেন না সাবিনা-মাসুরারা। তিনবার এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিলো ভুটান। কিন্তু বার বারই দারুণ নৈপুণ্যে দেখিয়ে ম্যাচে ফিরে এসেছে লাল সবুজ জার্সীধারীরা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে স্বস্তির ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। গতকাল শনিবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। সাফ নারী ফুটসালে দুই ম্যাচে সাঈদ খোদারাহমির দলের পয়েন্ট ৪। ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাসী জয়ের রেশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম আঘাত হানে ভুটান। জামিয়াং চোডেনের কোনোকুনি শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়। দুই মিনিট পরই অবশ্য সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে; সুমাইয়া মাতসুশিমা দূরপাল্লার শটে খুঁজে নেন জাল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধ। এই অর্ধের ষষ্ঠ মিনিটে সতীর্থের ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে ভুটানকে আবারও এগিয়ে নেন সোনম লাহমো। একটু পরই সুমাইয়ার জোরাল শট প্রতিহত হয়।

একটু পর পোস্ট ছেড়ে গোলকিপার বেরিয়ে আসার সুযোগ সোনম কাজে লাগালে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পায়ের কারিকুরিতে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে, লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাবিনা। একটু পর মধ্যমাঠ থেকে দারুণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টার গোলে বাংলাদেশকে সমতায় ফেরান মাসুরা পারভীন। শেষ দিকে ভুটানের অর্ধে চাপ বাড়ায় বাংলাদেশ। কিন্তু সাবিনার শট, এরপর কর্নারে মাসুরার শট লক্ষ্যভ্রষ্ট হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দলকে। এই ড্রয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে এক পয়েন্ট সংগ্রহ করলো বাংলাদেশ। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পরবর্তী ম্যাচে আগামী ২১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত