ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পঁয়তাল্লিশেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভেনাস

পঁয়তাল্লিশেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভেনাস

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মার্কিন কিংবদন্তি ভেনাস উইলিয়ামস জানিয়েছেন, তিনি ‘চ্যালেঞ্জ নিতে প্রস্তুত’। ৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড় হিসেবে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর মেলবোর্ন পার্কে ফিরছেন বিশ্বের সাবেক এই এক নম্বর নারী টেনিস তারকা। নিজের সামর্থ্য ও দক্ষতা আরও একবার প্রমাণের সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে র‌্যাংকিংয়ের ৫৭৬ নম্বরে থাকা ভেনাস ওয়াইল্ডকার্ড নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করেছেন। আগামীকাল রোববার নারী এককের প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ৬৮তম স্থানে থাকা সার্বিয়ান ওলগা দানিলোভিচ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত