ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এসএ গেমসের নতুন দিনক্ষণ

এসএ গেমসের নতুন দিনক্ষণ

বেশ ক’বার পিছিয়ে সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ফের নতুন দিনক্ষণ চূড়ান্ত করল আয়োজক পাকিস্তান। আগামী বছর ২৩-৩১ মার্চ এসএ গেমসের আয়োজন করতে চায় তারা। গত ২৬ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে দক্ষিণ এশিয়ার সাত দেশের প্রায় সব কর্তাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির। তার কথা, ‘আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি নতুন করে এসএ গেমসের সময়সূচি দিয়েছে পাকিস্তান। তাসখন্দে ওসিএ’র সাধারণ সভার সাইডলাইনে এই সিদ্ধান্ত হয়।’

২০১৯ সালে নেপালের পর ২০২৩ সালে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আরও কয়েকবার তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

সর্বশেষ চলতি জানুয়ারিতে গেমস আয়োজনের কথা ছিল। সেই মোতাবেক বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন তাদের নির্বাচিত ক্রীড়াবিদদের নিয়ে তিন থেকে ছয়মাসও অনুশীলনের আয়োজনও করেছিল।

কিন্তু এবারও পিছিয়ে যাওয়ায় অনুশীলন ক্যাম্প বন্ধ করতে বাধ্য হন কর্মকর্তারা। ২৬ জানুয়ারি তাসখন্দে অনুষ্ঠিত ওসিএর জেনারেল অ্যাসেম্বেলির সাইডলাইনে এসএ গেমস নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের দৈনিক দ্য ডন বলছে, ওই সাইডলাইন আলোচনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বিওএর কে উপস্থিত ছিলেন ওই সভায় তা বলেননি শেফাউল কবির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত