ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হামজা-সোহেলের ঝলকে ভুটানকে হারাল বাংলাদেশ

হামজা-সোহেলের ঝলকে ভুটানকে হারাল বাংলাদেশ

দীর্ঘ ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল। সমর্থকদের উল্লাসে, শ্লোগানে মুখরিত হলো গ্যালারি। ষষ্ঠ মিনিটে হামজা চৌধুরীর গোলে সে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল চারদিকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ালেন সোহেল রানা। ভুটানকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিও সেরে নিল বাংলাদেশ।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে গত সেপ্টেম্বরে সবশেষ দেখায় তাদের কাছে ১-০ গোলে হারের মধুর প্রতিশোধও নেওয়ার পাশাপাশি আগামী মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল দল।

গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা। দেশের মাটিতে প্রথম খেলতে নেমে ঝলক দেখাতে খুব বেশি সময় নেননি ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ষষ্ঠ মিনিটেই তিনি খুলেন ব্যক্তিগত গোলের খাতা।

লেফট উইং ধরে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ফাহামিদুল ছড়ালেন বটে, কিন্তু ইতালির সেরি ডি’তে খেলা এই তরুণ ফরোয়ার্ড পারেননি লক্ষ্যভেদের আনন্দে ডানা মেলতে। তবে গতি, ক্ষিপ্রতায় ফাহামিদুল দিয়েছেন তার সামর্থ্যের ইঙ্গিত।

জামাল-হামজা-সোহেল মিলে দেখালেন মাঝমাঠের দৃঢ়তা। তাতে লম্বা সময় পর চেনা আঙিনায় ফিরে বাংলাদেশ শুরু থেকে মেলে ধরে আক্রমণাত্মক ফুটবল। তৃতীয় মিনিটে কাজেম শাহ কিরমানির আড়াআড়ি ক্রসে জামাল ভূঁইয়া বলের সাথে ঠিকঠাক সংযোগ করতে পারেননি। পরের মিনিটে কাজেমের কাটব্যাকে হামজার শট রক্ষণে হয় ব্লকড।

ষষ্ঠ মিনিটেই বাঁধনহারা উদযাপনে মেতে ওঠে গ্যালারি। জামালের কর্নারে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোল পেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বিস্ময়করভাবে এই গোলের পর কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ!

২১তম মিনিটে নিজেদের অর্ধে তালগোল পাকিয়ে বল হারান তারিক। আক্রমণে ওঠা ভুটানের কিংমা ওয়াংচুককে আটকাতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলতে বসেছিলেন তপু বর্মনও। তবে এই অভিজ্ঞ ডিফেন্ডার দ্রুতই পরিস্থিতি সামাল দেন। সম্ভাব্য বিপদ কোনমতে এড়ায় বাংলাদেশ।

৩০তম মিনিটে বাম দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় আক্রমণে ওঠেন রাকিব। তার পাস ধরে কিরমানি বাড়ান ফাহামিদুলকে। এই তরুণ ফরোয়ার্ডের শট বলের লাইনে থাকা গোলরক্ষক ফিস্ট করে ফেরান। এরপরই জামালের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।

ছয় মিনিট পর হামজার থ্রু পাস ধরে তাজের ক্রসে রাকিবের ফ্লিক ঠিকঠাক হয়নি। বল যায় জামালের পায়ে। ছোট বক্সের বাইরে থেকে অধিনায়কের শট ডিফেন্ডার ইয়েসি গাইয়েলতসেনের গায়ে লেগে ব্লকড হয়।

প্রত্যেককে ‘গেম টাইম’ দেওয়ার আগের পরিকল্পনাতে কাবরেরা হাঁটেন দ্বিতীয়ার্ধে। আনেন তিনটি পরিবর্তন। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান কোচ।

এ অর্ধেও দ্রুত গোল পায় বাংলাদেশ। ৪৯তম মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। একটু পর গোলরক্ষককে একা পেয়েও রাকিবের টোকার গন্তব্য পোস্টের বাইরে।

৫৯তম মিনিটে আরও দুটি পরিবর্তন আনেন কাবরেরা। ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান তিনি। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা ফুরালো আল আমিনের। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের দলে থাকলেও খেলার সুযোগ পাননি এই ফরোয়ার্ড।

পোস্টে অলস সময় কাটানো মিতুল প্রথম উল্লেখযোগ্য পরীক্ষার মুখোমুখি হন ৭২তম মিনিটে। ফ্রি কিক আটকে সে পরীক্ষায় উতরে যান তিনি। একটু পর ইয়েসির হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচে ফেরায় হয়নি ভুটানের। প্রতিপক্ষের এই ডিফেন্ডারকে পাহারায় রাখতে পারেননি তপু।

৮৬তম মিনিটে আল আমিনের ক্রস হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন ভুটানের এক ডিফেন্ডার। কিন্তু বল তার সামনে থাকা মোরসালিনের গায়ে লেগে বাইরে যায়। একটু পর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডিফেন্ডার সাদ উদ্দিন।

শেষ দিকে ব্যবধান বাড়ানো ভালো সুযোগ এসেছিল, কিন্তু পর্যাপ্ত সময়ে পেলেও ইব্রাহিম পারেননি ভুটান গোলকিপারকে পরাস্ত করতে। কাছের পোস্টে নেওয়া তার শট সহজেই আটকান গাইয়েলতসেন জাংপো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতেই দারুণ সেভে বাংলাদেশের ত্রাতা মিতুল। সতীর্থের ক্রসে জিগমে নামগায়েলের কাছের পোস্টে নেওয়া শট দারুণ ক্ষিপ্রতায় সেভ করেন এই ২২ বছর বয়সী গোলরক্ষক। জিগমের ফিরতি শটও যায় বাইরে। এরপর শেষের বাঁশি বাজতেই জয়ের উল্লাসে মেতে ওঠে গ্যালারি।

বাংলাদেশ,ভুটান,গোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত