শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নাটকীয় ধসের কারণে হারতে হয়েছে। সিরিজের প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামেই হচ্ছে ম্যাচটা। প্রথম ম্যাচও এখানেই হয়েছিল। সে ম্যাচে বাংলাদেশ টসে হেরেছিল। তবে আজ মেহেদী হাসান মিরাজের ভাগ্যটা বেশ সুপ্রসন্ন।
বাংলাদেশ আজ টসে জিতেছে। অধিনায়ক মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি। প্রথম ম্যাচে যে রেসিপিতে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলংকা, আজ টাইগাররা সেই ফর্মুলা মেনেই সিরিজে ফিরতে চায়।