এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগেও নারী দলের অসাধারণ পারফরম্যান্সের মূল্যায়ন করেছিলেন ক্রীড়া উপদেষ্টা। ২০২৩ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই তিনি বাফুফে ভবনে গিয়ে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, যা এক সপ্তাহের মধ্যেই পৌঁছে যায় খেলোয়াড়দের হাতে।
গত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর সাবিনা-ঋতুপর্ণাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। ৯ মাস চলে গেলেও বাফুফে সেই পুরস্কারের টাকা খেলোয়াড়দের হতে তুলে দিতে পারেনি। এমনকি নারী ফুটবলারদের বেশ কয়েকটি ম্যাচ ফিও বাকি। তবে সরকার ও বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের পুরস্কার দেওয়া হয়েছে।
আবা/এসআর/২৫