ঢাকা শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাজঘরে দুই লঙ্কান ব্যাটার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাজঘরে দুই লঙ্কান ব্যাটার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে দলীয় সেঞ্চুরির আগেই দুই উইকেট হারিয়েছে লঙ্কানরা।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এদিন নতুন বলে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা।

চতুর্থ ওভারের প্রথম বলে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানজিম। স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে জমা পড়ে বিদায় নেন লঙ্কান ওপেনার মাদুস্কা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ১৩ রানেই ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি।

এরপর তিনে নেমে উড়ন্ত শুরু করেন কুশল মেন্ডিস। অপর প্রান্তে থাকা পাথুম নিশাঙ্কাও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তাতে প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫১ রান তুলে শ্রীলঙ্কা।

বড় হতে থাকা দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ইনিংসের ১৫তম ওভারে সাজঘরে ফেরান পাথুম নিশাঙ্কাকে। পারভেজ ইমনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৭ বলে ৩৫ রান করেন এই ওপেনার। ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৭১ রান।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। হাসান মাহমুদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। চোট শঙ্কা কাটিয়ে দলে আছেন নাজমুল হোসেন শান্তও। অন্যদিকে লঙ্কানদের একাদশে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় ওয়ানডের হুবহু একাদশ নিয়ে খেলছে লায়নরা।

প্রথম দুই ওয়ানডে শেষে চলমান সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজকের জয়ী দল নিশ্চিত করবে সিরিজও।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

ওয়ানডে সিরিজ,শ্রীলঙ্কা,বাংলাদেশ,ব্যাটিং,বোলিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত