ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ

টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশা ভুলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

আজ (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অকপটে স্বীকার করেছেন, লঙ্কানদের চেয়ে পিছিয়ে রয়েছে তার দল। নিজের অফ ফর্ম নিয়েও তিনি উদ্বিগ্ন, তবে ছন্দে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন লিটন।

ওয়ানডে সিরিজ হারের পর মাত্র এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে পুরো দল। সেখানে ছিলেন না অধিনায়ক লিটনসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার। ঘাম ঝরিয়েছেন কেবল ছয়জন, নতুন চার মুখের সঙ্গে ছিলেন রিশাদ হোসেন ও নাঈম শেখ।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে পাঁচটি টি টোয়েন্টি খেলে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে দু’দলের ১৭ টি টোয়েন্টি লড়াইয়ে এগিয়ে লঙ্কানরা জয় ১১টি, বাংলাদেশের ৬টি।

প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশে ওয়ানডের অধিনায়ক মেহেদী মিরাজের দলে থাকা অনিশ্চিত। একাদশে সুযোগ পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণে তাসকিন আহমেদ অথবা সাইফউদ্দিন এবং তানজিম সাকিবের সঙ্গে আরও একজন পেসার অন্তর্ভুক্ত হতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ/মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ,সম্ভাব্য একাদশ,প্রথম টি-টোয়েন্টি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত