ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাল্লেকেলেতে আজ বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৫৪ রান করেছে বাংলাদেশ। জিততে হলে শ্রীলঙ্কাকে ২০ ওভারের মধ্যে ১৫৫ রান করতে হবে।

এদিন ব্যাটিংয়ে নেমে এক সময় ঝড়ো শুরুর ইঙ্গিত মিললেও মাঝের ওভারে ধারাবাহিক উইকেট পতন ও রানের গতি কমে যাওয়ায় বড় গড়তে অসমর্থ হয় টাইগাররা।

শুরুতে ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ২২ বলে ৩৮ রান করে দারুণ শুরু করেন। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে একটি ছক্কার মার। অন্য প্রান্তে তানজিদ হাসান তুলনামূলক ধীরে খেলে ১৭ বলে ১৬ রান করে আউট হন। পাওয়ারপ্লেতে বাংলাদেশ তোলে ৫৪ রান, যা দেখে বড় স্কোরের ইঙ্গিতই মিলছিল।

কিন্তু পাওয়ারপ্লের পরপরই রানরেট কমতে থাকে। অধিনায়ক লিটন দাস আবারও ব্যর্থ, ১১ বল খেলে করেন মাত্র ৬ রান। তাওহীদ হৃদয়ও খুব বেশি অবদান রাখতে পারেননি, ১৩ বলে করেন ১০ রান। মিডল অর্ডারে মোহাম্মদ নাঈমের ২৯ বলে ৩২ রানের ইনিংসটি ছিল অত্যন্ত ধীরগতির, যা দলের উপর চাপ তৈরি করে।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা ঝড় তোলার চেষ্টা করেছিলেন। ২৩ বলে ২৯ রান করেন তিনি, যেখানে ছিল চারটি চার। তবে শেষ দিকে শামীম হোসেনের ক্যামিওতে বাংলাদেশ দেড়শ রান পেরোয়।

শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মাহিশ থিকশানা, ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। দাসুন শানাকা ও জেফ্রি ভানডারসে নিয়েছেন একটি করে উইকেট।

শ্রীলঙ্কা,বাংলাদেশ,১৫৫ রানের লক্ষ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত