টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয়ের স্বাদ নিলো লঙ্কানরা। ব্যাটিং ব্যর্থতা আর বোলিংয়ের ছন্দপতনে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, তার প্রমাণ দিলো ম্যাচ জিতে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। মারমুখী ছিলেন ইমন, খেলেন ২২ বলে ৩৮ রানের ইনিংস (৫ চার, ১ ছয়)। অপরপ্রান্তে ধীরগতিতে খেলেন তামিম, ১৭ বলে করেন ১৬ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত বিদায় নেন লিটন দাস (৬), ইমন (৩৮) ও হৃদয় (১০)। এরপর নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়লেও রানরেট বাড়াতে পারেননি। নাইম অপরাজিত থাকেন ২৯ বলে ৩২ রান করে, মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।
শেষদিকে শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ইনিংসে কিছুটা গতি পায় বাংলাদেশের ইনিংস। ২ ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৮৩ রান। ৩১ বলে হাফসেঞ্চুরি করেন মেন্ডিস। নিশাঙ্কা ৪২ রানে আউট হন মিরাজের বলে। ২৪ রান করা কুশাল পেরেরাকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন।
মেন্ডিসকে (৫৪) আউট করেন সাইফউদ্দিন, দুর্দান্ত ক্যাচটি নেন শর্ট কাভারে ফিল্ডিং করা শামীম। এরপর আভিস্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কার ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
আবা/এসআর/২৫