অনলাইন সংস্করণ
১৪:০৬, ১৪ জুলাই, ২০২৫
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ নারী হকির এশিয়া কাপে অংশ নিয়েই পদক জিতেছে বাংলাদেশ নারী হকি দল। কাজাখাস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে নারী হকি দল। গতকাল রোববার চীনের দাজহুতে আইরিন আক্তারের হ্যাটট্রিকে কাজাখাস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই পদক অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন আক্তার। সুযোগ ছিল ছেলেদের সামনেও পদক জেতার। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার সামনে সুবিধা করতে না পারায় ম্যাচ হারতে হয়েছে ৫-২ ব্যবধানে বাংলাদেশ পুরুষ হকি দল।
ব্রোঞ্জ পদক জিতলেও মেয়েদের শুরুটা মোটেও ভালো ছিল না। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে আসর শুরু করে বাংলাদেশ নারী হকি দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় উজবেকিস্তানকে ৩-০ ব্যবধানে। একই ব্যবধানে হংকংকে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে। সেমিতে চীনের কাছে ৯-০ ব্যবধান পরাজিত হয় বাংলাদেশের মেয়েরা। এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ।