ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলছে বাংলাদেশ ও ভুটান অনূর্ধ্ব-২০ দল

দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলছে বাংলাদেশ ও ভুটান অনূর্ধ্ব-২০ দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শান্তি মার্ডির একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের দল। তবে অতিরিক্ত বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়লে ম্যাচ স্থগিত করা হয়।

পরবর্তীতে আয়োজকরা জানায়, দ্বিতীয়ার্ধের খেলা বসুন্ধরা কিংস অ্যারেনার পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অর্থাৎ একই ম্যাচ শেষ হবে দুই ভিন্ন মাঠে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজমকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তৃষ্ণা রানী।

অবশেষে ১০ মিনিটে শান্তি মার্ডির শটে গোলের দেখা পায় বাংলাদেশ। তার প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লাগলেও ফিরতি বলে বাঁ পায়ের শটে গোল করেন শান্তি।

১৯ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভুটানও। তবে তাদের শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। বৃষ্টির কারণে বলের গতি কম থাকায় বল ধরে রাখতে সুবিধা হয়েছে তার।

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪-১ ব্যবধানে আছে আফিদাবাহিনী।

অনূর্ধ্ব-২০ দল,বাংলাদেশ ও ভুটান,দ্বিতীয়ার্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত