ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শান্তির হ্যাটট্রিক, ভুটানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

শান্তির হ্যাটট্রিক, ভুটানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজ শিবির। ফরোয়ার্ড শান্তি মার্ডি করেন হ্যাটট্রিক। টানা তিন জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

ম্যাচ চলাকালীন বিরল এক ঘটনা ঘটে। খেলা শুরু হলে বৃষ্টির কারণে প্রথমার্ধ শেষে মাঠ অনুপযোগী হয়ে পড়ে। ম্যাচ কমিশনার আনসার আসিফ খেলা বন্ধ রাখেন। আয়োজকেরা পরে কিংস অ্যারেনার টার্ফ মাঠে বাকি খেলার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সপ্তম মিনিটেই এগিয়ে যায় শান্তি মার্ডির গোলে। শ্রীমতি তৃষ্ণা রাণীর শট আটকে রাখতে না পারলে বল পেয়ে যান শান্তি, যেখান থেকে গোল করেন তিনি। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।

মাঠ পরিবর্তনের পর ৫২ মিনিটে ভুটান স্যাংগাই ওয়াংমোর গোলে সমতা ফেরায়। তবে এরপর বাংলাদেশ একের পর এক আক্রমণ শুরু করে।

৫৭ মিনিটে শান্তির দ্বিতীয় গোল, ৭৫ মিনিটে মুনকি আক্তারের গোল এবং ৭৮ মিনিটে শান্তির হ্যাটট্রিক গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে।

এ ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন সুরমা জান্নাত। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকার ও গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল ছিলেন বিশ্রামে। নেপাল ম্যাচে লাল কার্ড পাওয়ায় এদিন মাঠে নামেননি মোসাম্মত সাগরিকা।

চলতি আসরে ভারত অংশ নেয়নি। ফলে চার দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুইবার করে একে অন্যের মুখোমুখি হচ্ছে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৭ জুলাই আবার ভুটানের বিপক্ষে। এরপর ১৯ জুলাই শ্রীলঙ্কা এবং ২১ জুলাই নেপালের সঙ্গে খেলবে দলটি।

বাংলাদেশের মেয়েরা,শান্তির হ্যাটট্রিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত