ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, অঘোষিত ফাইনালে সম্ভাব্য একাদশ

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, অঘোষিত ফাইনালে সম্ভাব্য একাদশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতায় থাকার কারণে আজকের শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

আজকের ম্যাচ জিতলেই ইতিহাস গড়ার পাশাপাশি দীর্ঘদিনের সিরিজ হারের বৃত্ত ভাঙার সুযোগ লিটন দাসদের সামনে। অপরদিকে হারলেই আবর আমিরাত, পাকিস্তানের পর আরেকটি সিরিজ হার জুটবে লিটন দাসের কাঁধে। সেটি নিশ্চিতভাবেই তিনি হতে দিতে চান না। অঘোষিত ফাইনালে তাই সেরা একাদশ নিয়েই নামবেন।

গতকাল শেষ ম্যাচে দল নিয়ে কোচ সালাউদ্দিন বলেছেন, কোনো দলই চাইবে না তাদের উইনিং কম্বিনেশন ভাংতে। শেষ ম্যাচে কী করেছি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কালকে (আজ) যেন আমরা তাদেরকে হারাতে পারি, সেই স্ট্র্যাটেজি নিয়ে যেতে হবে এবং সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যে অস্ত্রগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে যাব।

আজকের ম্যাচের আগে ফর্মে থাকা শামীম পাটোয়ারী খানিকটা অসুস্থ থাকায় একাদশে আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন নাঈম শেখ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী/নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সম্ভাব্য একাদশ,অঘোষিত ফাইনালে,মাঠে নামছে বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত