জিতলেই শিরোপা, হারলে সিরিজ হাতছাড়া—এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
বুধবার সাড়ে সাতটায় ব্যাটিংয়ে নেমে তেড়েফুড়ে খেলতে গিয়ে শুরুতেই দুই উইকেট হারিয়েছে লঙ্কানরা। দুই কুশলকে সাজঘরে পাঠিয়েছেন শরীফুল ইসলাম ও শেখ মাহেদী।
এর আগে, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও ৭ উইকেটে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭৭ রান তুলে ২২ রানে জয় পায় বাংলাদেশ। ফলে সিরিজে ১-১ সমতা আসে।
সিরিজ জয়ের লক্ষ্যে আজকের ম্যাচটিকে দুই দলের জন্যই ফাইনালের মতোই দেখছে সমর্থকরা। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত শ্রীলংকার পক্ষ থেকে কৌশলগত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে ও নুসহারা।