ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরিজ জিততে ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

সিরিজ জিততে ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি আজকের ম্যাটে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। জবাবে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

শুরুতেই স্পিন দিয়ে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ। বিশেষ করে শেখ মেহেদি। এই অফ স্পিনারের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে যায় স্বাগতিক টপ অর্ডার। তাতে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা। শেষদিকে দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পেয়েছে তারা।

প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের লেগ স্টাম্পের ওপরে করা লেংথ বলে ফ্লিক করতে গিয়ে সীমানায় তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস।

অপর প্রান্তে শুরু থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদি। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদির বলে স্লিপে ক্যাচ দেন কুশল পেরেরা। নিজের পরের ওভারে দীনেশ চান্দিমালকেও ফেরান মেহেদি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমাল (৪), চারিথ আসালাঙ্কা (৩) এবং ফিফটির কাছাকাছি গিয়ে পাথুম নিসাঙ্কা (৪৬) – সবাইকেই ফেরান শেখ মেহেদী হাসান। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং।

৬৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর কিছুটা লড়াই করেন কামিন্দু মেন্ডিস (২১) ও দাসুন শানাকা। শেষ ওভারে আসে ২২ রান, যার বেশিরভাগই আসে শানাকার ব্যাট থেকে। তিনি ২৫ বলে অপরাজিত ৩৫ রান করেন।

আবা/এসআর/২৫

সিরিজ,ব্যাট,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত