ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন নাঈম-শরিফুল

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন নাঈম-শরিফুল

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকায় আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সফরকারীদের জন্য সিরিজ বাঁচানোর মিশন।

গুরুত্বপূর্ণ এমন ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান আলী আগা। অর্থাৎ শুরুতেই ব্যাটিংয়ে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে।

একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ তামিম ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ ড্যানিয়েল।

বাংলাদেশ-পাকিস্তান,ম্যাচ,সিরিজ,টস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত