ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরিজ জয়ের ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিরিজ জয়ের ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তুলেছে। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

এদিন পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বসে দল। ওপেনার নাঈম শেখ ৩, লিটন দাস ৯ ও পারভেজ ইমন করেন ১৩ রান। এরপর পিচে এসেই রান আউট হয়ে ফেরেন তাওহীদ হৃদয় (০)।

এক সময় বাংলাদেশের স্কোর ছিল ২৫ রানে ৩ উইকেট। এমন অবস্থায় ইনিংস মেরামতের চেষ্টা করেন শেখ মাহেদী ও জাকের আলী। দুজনে গড়েন ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি। মাহেদী ২৫ বলে ৩৩ রান করে আউট হন।

একপ্রান্ত আগলে রাখা জাকের আলী করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান। শেষ দিকে সাকিব ৭ ও শামীম ১ রান করলেও বাংলাদেশের সংগ্রহ বড় হয়নি।

পাকিস্তানের পক্ষে বল হাতে দুর্দান্ত করেন সালমান মির্জা ও শাদাব খান। শুরু থেকেই চাপ ধরে রাখে পাক বোলাররা।

এই ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। তবে ১৩৪ রানের লক্ষ্য তেমন কঠিন না হলেও, এই পিচে বল ঘুরছে, স্টার্ক বাউন্সও আছে — তাই বোলারদের ওপরই ভরসা টাইগারদের।

বাংলাদেশ,১৩৪ রানের লক্ষ্য,পাকিস্তান,সিরিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত