ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয়ে লিড নিয়েছিল টাইগাররা। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের দল। সে লক্ষ্যে শতভাগ সফল হয়েছে তারা। সফরকারীদের উড়িয়ে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হন সাইম আইয়ুব। রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর দ্বিতীয় ওভারে আঘাত হানেন শরিফুল ইসলাম।

তাসকিন আহমেদের বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন শরিফুল। তার বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর চতুর্থ ওভারে ফের আঘাত হানেন শরিফুল। এবার তার বলে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হন ফখর জামান। এরপর ৫ম ওভারেই ম্যাচে প্রথমবার বোলিংয়ে এসেই পাকিস্তানের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন তানজিম সাকিব। সাকিবের বলে কট বিহাইন্ড হয়ে ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় হাসান নওয়াজকে।

দ্রুত ৫ উইকেট হারিয়ে অল সংগ্রহেই অল আউট হওয়ার শঙ্কায় ছিল সালমান আঘার দলের। দলীয় ৩০ রানে ষষ্ঠ উইকেট হারায় ম্যান গ্রিনরা।

আফ্রিদি ফেরার পর পাকিস্তানকে জেতাতে লড়ে গেছেন ফাহিম। এক পর্যায়ে জয়ের বেশ সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। ৭ বলে ১৩ রান দরকার ছিল পাকিস্তানের। এমন সময়ে রিশাদের বলে বোল্ড হয়ে ৩২ বলে ৫১ রান করেই ফিরতে হয় ফাহিমকে। এরপর শেষ পর্যন্ত পাকিস্তান থামে ১২৫ রানে।

আবা/এসআর/২৫

পাকিস্তান,জয়,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত