অনলাইন সংস্করণ
১৬:৪৩, ২৩ জুলাই, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পুরস্কার পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি বোলার র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে প্রবেশ করেছেন এই বাঁহাতি পেসার। ৬৫৩ রেটিং নিয়ে ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন তিনি।
একই সাথে পেস বোলারদের মধ্যে ২য় স্থানে উঠে এসেছেন তিনি।
শুধু মুস্তাফিজই নয়, আরও কয়েকজন বাংলাদেশি বোলারও র্যাংকিংয়ে উন্নতি করেছেন। শেখ মেহেদী ৯ ধাপ এগিয়ে ১৬তম, তাসকিন ১ ধাপ এগিয়ে ২৭তম, তানজিম সাকিব ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম ও শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছেন।
তবে অবনতি হয়েছে রিশাদ হোসেনের। খরুচে বোলিংয়ের কারণে তিনি ৩ ধাপ পিছিয়ে এখন ২০তম স্থানে।
ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি তানজিদ হাসান তামিমের—১৮ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭ নম্বরে। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আর লিটন দাস ১ ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে অবস্থান করছেন।