অনলাইন সংস্করণ
২২:০০, ২৩ জুলাই, ২০২৫
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট রানে হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। চরম বিপর্যয়ে পড়া সফরকারীরা এখন হোয়াইটওয়াশেরও শঙ্কা রয়েছে।
এমন লজ্জাজনক পারফরম্যান্সে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
রমিজ রাজা তার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ বলেন, ‘বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কীভাবে চ্যালেঞ্জিং পিচে খেলা যায়। তারা ব্যাটিং-বোলিং দুই দিকেই এগিয়ে ছিল। ক্যাচ মিস হয়েছে, ফাহিম টিকে থাকলে হয়তো ফল অন্য রকম হতে পারত, কিন্তু শুরুতেই ১৫ রানে ৫ উইকেট হারানোয় পাকিস্তান নিজেরাই ম্যাচ কঠিন করে তোলে।’
বাংলাদেশের আত্মবিশ্বাস, মাঠে স্পিরিট এবং জাকের আলীর সাহসী ব্যাটিংকে জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন রমিজ। বলেন, ‘বাংলাদেশের গ্যালারি পূর্ণ ছিল, তারা আত্মবিশ্বাসে ছিল ভরপুর। বিশেষ করে জাকের আলীর ইনিংস ছিল দুর্দান্ত।’
প্রসঙ্গত, ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে করে ১৩৩ রান তোলে। জাকের আলীর ৫৫ রানের ইনিংস ছিল দলের মূল ভরসা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। ফাহিম আশরাফ একাই লড়েছেন, ৩২ বলে ৫১ রান করেছেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।
রমিজের মতে, ‘পাকিস্তানের দলে একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না—এটাই বড় ঘাটতি। কঠিন কন্ডিশনে রেগুলার বোলারদের দরকার পড়ে।’
পাকিস্তান ক্রিকেটে আত্মসমালোচনার সময় এসেছে বলে মনে করেন রমিজ। তাঁর ভাষায়,‘শুধু বিগ হিটিং নয়, কন্ডিশন বুঝে খেলা, ডিফেন্স, রানিং বিটুইন দ্য উইকেট; সব বিষয়ে উন্নতি করতে হবে।’