বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আজ ঐতিহাসিক সুযোগ, প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
ফলে আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার নয়—বরং এটি হতে যাচ্ছে পাকিস্তানকে পরাজয়ের সর্বোচ্চ তেতো স্বাদ দেওয়ার সুবর্ণ সুযোগ। এই ম্যাচে জিততে পারলে অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ম্যাচকে সামনে রেখে দুই দলের খেলোয়াড়রাই গতকাল বিশ্রামে ছিলেন। তবে বাংলাদেশ শিবিরে ঘুরপাক খাচ্ছে একাদশে পরিবর্তনের গুঞ্জন। বিশেষ করে ওপেনিং পজিশনে পরিবর্তন আসতে পারে। গত ম্যাচে একাদশের বাইরে থাকা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে আজ দেখা যেতে পারে, নাঈম শেখের জায়গায়। লিটনের সঙ্গে ইনিংস সূচনা করতে পারেন তিনিই।
ব্যাটিং লাইনআপে থাকছেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলী। অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদী হাসান ও তানজিম সাকিব থাকছেন একাদশে। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন, আর পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম রয়েছেন যথারীতি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।